লাইন দীর্ঘ হচ্ছে
কবি কবি কনক প্রভা বকসী


যত দিন যাচ্ছে মৃত্যুর লাইন
দীর্ঘ হচ্ছে কোন কিছুতেই কমছে না
কি হবে এই ভাবেই..?
কি চলতে থাকবে..!!


মানুষ বসে নাই আপ্রাণ,চেষ্টা চালিয়ে যাচ্ছে
অদৃশ্য শক্তির কাছে আর
কি করার আছে..?
সামনে ঘোর অন্ধকার।।


সমগ্র জাতি আজ করালগ্রাসে
নদী বর্ষাতে প্লাবিত হলে...!!
বাঁধ দিয়ে প্লাবন রক্ষা করে
করোনার কোথায় বাঁধ দিবে।।


মৃত্যুর মিছিলে আরও
কতজন মৃত্যু যোগ হবে
এই দিন কেন দেখতে হলো সমগ্র জাতিকে..?
ভোরে ঘুম থেকে উঠলে আতঙ্ক।।


এই বুঝি দুয়ারে এসে গেছে মৃত্যু
হাত ধরে এসে টানাটানি করে, বুঝে নিয়ে যাবে
হায়রে মানুষ মানুষ কেন মানুষ হইল..!!
হলো না কেন অন্য কিছু..?