মা লক্ষ্মী ধনের দেবতা
দুর্গার পরে আসে
লক্ষ্মী দেবীর পূজা
হিন্দু ধর্মালম্বীরা ঘরে ঘরে
মা লক্ষ্মীর পূজা করে।
দুর্গাদেবী বিদায়ের তিনদিন পর
মা লক্ষ্মীর পূজা হয়
শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে
মা দূর্গার সাথে শারদীয়ায় পূজায়
ধরাধামে এসেছিলেন দেবী।
স্বামী নারায়ন,ছেলে ধন‌কুবের
বসে থাকেন পদ্মে;
পেঁচা তাঁর বাহন..!!
দুবাহু বাম বাহু দিয়ে
কলস ভর্তি ধন নিয়ে
অঙ্গে জড়িয়ে আছেন।
লক্ষ্মী পূজায় পৃথিবীর জীবসকলকে
এই ধন‌ বিতরণ করেন,
ডানহাতে শস্যের আঁটি ধরে আছেন।
মা লক্ষ্মীর ধন সম্পদ খেয়ে
মানবের জীবন রক্ষা‌ পায়
তাই মা লক্ষ্মীকে সবাই শ্রদ্ধা করে,
ফসলকে বলা হয় মা লক্ষ্মীর জিনিস।।


প্রনাম মন্ত্র : ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।।


রচনা কাল: ১৪-১০-২০২০
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।