মা তুমি বলে দাও
কবি কনক প্রভা বকসী


মা তুমি কেমন আছো পরজগতে
তোমার খবর পাই না কেন মোরা...?
জানি তুমি ভালো আছো
সেইখানেতে গিয়ে।।


তুমি যখন চলে গেলে
দুচোখ ভরে কান্না ছিলো অনেক
আমরা এখন আছি মহাবিপদে
পৃথিবীতে করোনা এসেছে।।


ছোট-বড়, নানা বয়সীদের
সবাইকে নিয়ে যাচ্ছে পরজগতে
নাম তার করোনাভাইরাস..!!
মৃত্যু খায় গিলে গিলে।।


ইহা বন্ধ নাহি হয়
তুমি গেলে বার্ধক্য নিয়ে
আমরা যাচ্ছি কচিকাঁচা নিয়ে..!!
করোনার মৃত্যুতে কাঁদতে দেয় না।।


স্বজন মরলে পালায় বাড়ি ছেড়ে
ছোঁয়াচে এক মারাত্মক দেখলে ভয় হয়..!!
পিতা পালায় পুত্রের‌ লাশে
পুত্র পালায় পিতার লাশে।।


কি যে কান্ড কারখানা..?
শুনে তুমি অবাক হবে কি হলো দেশে..?
বিশ্ববাসী কাঁপছে অবিরত..!!
তুমি একটু বলে দাও মৃত্যুর রাজাকে।।


পৃথিবী থেকে যেন আর কোন মরা না আসে
পরজগত ভরে গেছে,রাখার জায়গা নাই..!!
করোনা তুমি যদি মরাও এবার
দেখতে পাবে মজা।।


মৃত্যু ব্যবসা বন্ধ করো, সৎ পথে চলো
যা হয়েছে অনেক হয়েছে,এখন তবে থামো..!!
চলে যাও..পৃথিবী ছেড়ে ঠাঁই নাও
উচ্চ আকাশেতে।।