কবিতার নাম: মা
কবি কনক প্রভা বকসী


মা যে আমার স্বার্থশূন্য
আলোর দিশারী !
মায়ের মতো আপন যেন
হয়না কখনো
সন্তানকে বুকে জড়িয়ে রাখেন সর্বদা
উপবাসী নিজে হয়ে অন্ন যোগান
স্নেহের সন্তানদেরই মুখে
উচ্চশিক্ষায় শিক্ষিত করা
অনেক আশা তার
ইচ্ছা তার বড়ো হয়ে
সন্তান যেন দাঁড়ায় !
মায়ের পাশে অনেক
গর্ব নিয়ে !
মা যেন মোদের বেঁচে
থাকে জনম জনম ধরে
মায়ের চরণে ভক্তি রেখে
কাটায় চিরকাল!