কবিতার নাম: মাটির কান্না
কবি কনক প্রভা বকসী


সৃষ্টির আদিতে ঈশ্বর এনেছে এই মাটি
বলিয়া দিয়েছে পৃথিবীর যত দায়ভার
তোমাকেই নিতে হবে..!!


মাটিকে করে রেখেছে ভাষাহীন
চুপচাপ থাকে মাটি
পৃথিবীর অসহ্য যন্ত্রণা সয়ে যায়..!!


করে নাকো কোন উত্তর
এখন করোনা এসে মাটির ডুকরে
কেঁদে যাচ্ছে..!!


সবার কানে আসে মাটির কান্নার আওয়াজ
আমরা মাটি মৃত ব্যক্তিকে মাটির নিচে রাখি
সম্মান করি শুনতে পাচ্ছি বলতে পারছিনা..!!


তলোয়ার হাতে নিয়ে কোন যুদ্ধ করতে
করোনায় মৃত্যু হলে আমাদের কাছে আসতে
দিতে বাধা..!!


কোথায় থাকবে তারা
আমরা মাটি সংক্রামক হবো
অজ্ঞানী মানুষের এত কেন নির্যাতন..!!


মৃত ব্যক্তিরা কি কারো জীবিত দেহের
ভিতর জমা থাকবে
তারা কেন সৎকার হতে দিতে দিচ্ছে না..!!


আমাদের কাছে আসতে বাঁধা
মাটির ভাগ্যে কি আছে মাটিই জানবে?
এমন অবিচার যে বাঁধা দেয় সে কোথায় যাবে
মৃত্যুর পর তখন দেখতে পাবে
কত বছর পর এক যুগ হয় ।।