মাটির আছে অনেক মায়া
ঠাঁই দিয়েছে বুকেতে
তাঁর বুকেতে গড়ছে কত
রং বেরঙের দালানকোঠা ।


কত খুড়ে বুকটা তাহার
আহঃ নাই কোন কালে
গর্জে ওঠে না বলতে চায় না
এত কেন আঘাত হানো বুকে।


করতো যদি মাটির মায়া
হানতো কি আর এত আঘাত
কথা দিয়েছি সৃষ্টির কাছে
করবো উপকার জীবের মাঝে।


মাটিতে হয় সবকিছু
মাটি দিবে খাঁটি কিছু
তাই বলি না কোন কিছু
হোক উপকার জীব সকলের।


আমরা মাটি‌ মাটিই আছি
আমার মাটি সরিয়ে রাখলেই
মাটিতে রাখে ওই মাটি
মাটি কে কেউ রদবদল করতে,
নাহি পারে ।


ওখান থেকে এখানে
এখান থেকে ওখানে
সব জমা হয় ওই মাটিতে
মাটির কথা ভাবতে গেলে
ধ্যানে বসবে জীবনভর।


মাটির কোন শেষ নাই
পাতাল ছেড়ে আছে কোথায়
বলতে পারে না কেউ
মাটির গায়ে নমস্কার।


থাকো মাটি তুমি ভালো হয়ে
তোমায় ছাড়া নিঃস্বার্থ
কে আছে আর,
এই দুনিয়ায়।।


রচনা কাল: ১৮-০৮-২০২১
সময়: রাত ১:০০ টায়