কবিতার নাম: মিশ্র জগত
কবি কনক প্রভা বকসী


এ জগতে আছে জ্ঞানী অজ্ঞানী..
সাধু,অসাধু সামাজিক,অসামাজিক
সত্যবাদী,মিথ্যাবাদী আরো নানা প্রকৃতির!!
সাধু ব্যক্তি জ্ঞানী ব্যক্তি ভালো পথের পথিক।।


অজ্ঞানীরা ভুল পথে নিয়ে
অনেক বিরম্বনায় ফেলে।
মিশ্র জগতে নানা সমস্যা
জ্ঞানী ব্যক্তি মুখ খোলে না।


চুপ করে থাকে..
অজ্ঞানীরা জানলে পারে
বিপদে ফেলবে জ্ঞানী ব্যক্তি কে..?
দুনিয়াতে তা কি হবে..?


এই ভাবেই যাবে...
সত্য মিথ্যার জগতে
সব বিলীন হয়ে যায়।
করার কিছু নাই।।


চলো সবে এইভাবে সৃষ্টি আছে পিছে..
তিনি এসে রক্ষা করবেন ভাবার কিছু নাই..!!
তার চরণে ভক্তি রেখে কাটাও
দুর্লভ জনম খানি।।