কবিতার নাম: মৃত্যু
কবি কনক প্রভা বকসী


মৃত্যু হলো পরজগতের ডাক
মৃত্যু হলো জীবনকে ছিনিয়ে নেয়া
মৃত্যু হলো এক বুক কান্না
মৃত্যু হলো মাটির নিচে চিরনিদ্রা
মৃত্যু হলো চোখ দুটি বন্ধ হয়ে যাওয়া
মৃত্যু হলো নিজ শয্যা ত্যাগ করা
মৃত্যু হলো আহার পরিত্যাগ করা
মৃত্যু হলো হাঁটা চলা বন্ধ হওয়া
মৃত্যু সব পারে তার অসীম ক্ষমতা
মৃত্যু থাকে শক্তি নিয়ে পৃথিবীর চারপাশ ঘিরে!!