নদী ও বৃদ্ধ হয়
যুগ যুগ ধরে চলতে চলতে
একসময় সব হারিয়ে ফেলে
নদীতে কোন স্রোত থাকেনা।


নদীর গভীরতা থাকেনা
নদীতে পলি পরে ভরাট হয়ে যায়
তখন মরা খালে পরিণত হয়
নদীর চারিদিকে কৃষি,
আবাদে ভরে যায়।


তখন সবুজের সমারোহ ঘটে
বিশালাকৃতির বয়ে যাওয়া
নদীটির এইভাবে মৃত্যু ঘটে
সবার যেন মৃত্যু আছে
এটা একটা সত্য কথা।।


রচনা কাল: ০৮-০৪-২০২১
সময়: রাত্রি ১:৫০ টায়
দিনাজপুর