চাইনা আমি মানুষ বন্ধু
চাইনা আমি কারো সাহায্য
চাইনা আমি কারোর মুখের আহার
চাইনা আমি কারো অর্থ সাহায্য
চাইনা আমি কারো কাঁধে
ভর করিয়ে হাঁটার সাহায্য
কারো মুখের বুলি কানে শুনতে চাহিনা
শুনতে যখন যাবো দাঁত
খিচিয়ে আসবে আমায় তেরে
কোনো দরকার নাই।।
মৃত্যু হলে পায়ে হেঁটে
যেতে পারি নদীর ওই ঘাটে
নদী টেনে খেয়ে নিবে
তাতে কি আর হবে?
বাড়িটি আমার বন্ধু হয়ে থাকবে
আমি থাকবো যতকাল
বাড়ি আমায় ডাক দিবে
যায় তুমি ঘুমাও বিছানায়
বাড়ি আমায় ডাক দিবে
উঠো তুমি বাহিরে চলে যাও
কাজ হলে ফিরে এসো
বন্ধু মহলে
বাড়ি খুঁড়ে পাবো আমি
রাশি রাশি জল
প্রিয় বাড়ি বানিয়ে রেখো
কোথায় তোমায় যেতে হবে নাকো...!!