নবীন শক্তি
কবি কনক প্রভা বকসী


নতুন বাড়ি নতুন পোশাক নতুন ফসল
সবই হয় নতুন নতুন হয় চকচকে
শক্তি তাহার অনেক
পুরাতন হয় জরাজীর্ণ খসে খসে পড়ে।


শক্তি তাতে নাই
তেমনি একটি কিশোর বালক
দেহে আছে নতুন শক্তি
তার কাছে বৃদ্ধলোক হার মেনে যাবে।


বৃদ্ধের দেহে শক্তিগুলো পুরাতন হয়েছে
দিনে দিনে শক্তি তার কোথায় চলে গেছে
যত খাবে রুইয়ের মুড়ো
যত খাবে গ্লাস ভরে দুধ।


নতুন শক্তি ফিরে পাবে না
এইতো তাহার দুঃখ
বৃদ্ধ দাদু বলে,আমার শক্তি চলে গেছে
আমার পৌত্র নতুন শক্তি দিয়ে
জমিদারি চালিয়ে যাবে।


টিকে থাকবে বহুকাল
নতুন কিছু ভাঙতে দেরি হয়
নতুন জৌলুস হারায় কম
বৃদ্ধ হলে চোখের দৃষ্টি কমে যায়।


শরীরটা শুকিয়ে তখন ক্ষীণ হতে থাকে
বৃদ্ধ হলে কত জ্বালা..!!
বৃদ্ধ যে নবীন হতে পারে না
তার পরজগতে  যাওয়া ছাড়া
কোন উপায় নেই..?


আবার আসবে নতুন হয়ে..
একবার নতুন একবার পুরাতন
এ আবার কোন খেলা..?