জন্মাবধি কষ্ট করে,
দিন পার করছিলেন
তিল তিল করে কিছু টাকা
সঞ্চয় করেছিলেন।


একটা ভালো কিছু করার জন্য
সেটিও বসতঘরে আগুন লেগে
সব ছারখার হয়ে গেলো
শেষ হয়ে গেলো..!!
ভবিষ্যতের স্বপ্ন বোনা।

একখণ্ড মাথাগোঁজার ঠাঁই চলে গেলো,
কষ্টের সঞ্চয়ের অর্থ চলে গেলো;
চোখে মুখে এখন আতঙ্কের ছাপ
কি করবেন কোথায় যাবেন..?


কোথায় থাকবেন মাথায় হাত..?
এখন কেবল ব্যক্তি সরকারি,
সাহায্যের দিকে তাকিয়ে থাকা
জীবন বাঁচার তাগিদে;
কবে পাবে কি পাবে না!
অনিশ্চিতে থাকা।।


রচনা কাল: ২৫-১১-২০২০
সময়: রাত্রি ১০:০০ টায়
দিনাজপুর।