বিলে অনেক শাপলা ফুটেছে
চলো...আমরা দুইজন
শাপলা আনিতে যাই
হাত দুটো ভরে শাপলা ফুল
তুলে আনবো বাড়ি।


শাপলা ফুলের মালা গেঁথে
গলায় পড়ে স্কুলেতে যাই
খেলার সাথী‌ পড়ার সাথী দেখে বলে,
আমরা আনবো হাতগুলো ভরে
শাপলা ফুলের বোঝা।


ছুটে গেলো শাপলা আনতে,
উঠলো তাঁরা ডিঙ্গি নৌকায়
তুলবে এখন শাপলা ফুল
এমন সময়ে ঢেউ এসে যায়,
দুলতে থাকে নৌকা খানি।


কি হবে ভাগ্য তাঁদের..?
ডাকছে তাঁরা প্রভুকে
অবশেষে ডুবতে থাকলো ডিঙ্গি নৌকা খানি
ঝাঁপিয়ে পড়লো নৌকা থেকে,
সাঁতরে উঠে তীরে সবাই।


ছাড়া পড়লো সাথের একজন
খোঁজা শুরু হলো
পেলো না তাঁকে চির বিদায় নিলো
শাপলা তুলতে এসে হারিয়ে গেলো,
একটি সোনার জীবন।


সারা জীবন পিতামাতা কেমনে কাটাবে..?
ভাগ্যে ছিলো তাদের এই..
কি করবে আর কেঁদে কেঁদে..?
এমনিভাবে জীবন যাবে।


দুঃখ করে লাভ হবে কি..?
ভালো থাকো যে কয়দিন আছো
ধরাধামেতে..সৃষ্টির ভরসা নিয়ে।।


রচনাকাল:২৭-১০-২০২০
সময়: সকাল ৮:৫০ টায়
দিনাজপুর।