কবিতার নাম: অশান্ত আষাঢ়ের আগমন
কবি কনক প্রভা বকসী


একদিকে আষাঢ়ের ক্ষণে ক্ষণে বৃষ্টি
অন্যদিকে মানুষের অকাল মৃত্যু
আরো রেকর্ড পরিমাণ আক্রান্ত!
কতো আর সহ্য করতে হবে
এ হেন যন্ত্রনা।।


কি হবে এই অসহায় মানব প্রাণীর?
এই প্রাণী পড়েছে অগ্নি কুন্ডুর মধ্যে
বিপদ থেকে যেন বাহির হতে পারছে না!
অগ্নি তো আর বাঁচায় না।।


ভষ্মিভূত হতে যেটুকু সময় লাগে
সেটুকু সময় কেবল বাঁচার কাকুতি
পড়ে থাকে অবশিষ্ট অঙ্গার!
অঙ্গারে পড়েছে এই দুর্লভ জাতি।।


কতই কাঁদবে কত আর স্বজনের..
মৃত্যু দেখবে এই নয়ন দুটিতে।।