অশ্রু ভেজা আঁখি
কবি কনক প্রভা বকসী


চোখ দুটিতে কেবল কষ্ট যাচ্ছে,
অনবরত চোখের অশ্রু মুছতে হচ্ছে
কোন সুখ আসছে না..!!
কেবল জীবনটা দুঃখ বেদনায় ভরা।
জীবনে ভালো কিছু দেখার ভাগ্য হচ্ছে না;
এত কিছুর পর ভাগ্য বদল হয় না..!!
সন্তান আয় রুজির উদ্দেশ্যে গেলে,
সেখানেই প্রাণ হারিয়ে!!
মায়ের বুকে নিথর দেহ নিয়ে.!!
এসে দেখা দিয়েছে;
যেন অশ্রু জল শুকায় না।