বীর বাঙালি অস্ত্র ধরো
মুক্ত করো দেশ
জাতির কথা পিতার কথা
শুনে হাতে নাও কিছু।


যুদ্ধে নামলো বীরের দল
করলো দেশ জয়
উদয় হলো জয় বাংলা
স্বাধীন হলো দেশ।


স্বাধীন দেশে থাকে সবাই
স্বাধীন হয়ে চলে
স্বাধীন নিয়ে হাসতে থাকে
গায় সকলে স্বাধীনতার গান।


স্রোতের ধারা বইছে দেশে
পদ্মা-যমুনা দিয়ে
কৃষক গায় মাটির গান
রাখাল গায় রাখালী গান।


মাঝি গায় নৌকার গান
বধূ গায় পল্লীর গান
গানে গানে ভরে আছে,
এই সোনার বাংলাদেশ।।


রচনা কাল:০৯-০৩-২০২১
সময়: রাত্রি ৯:০০ টায়
দিনাজপুর