অতীত হয়েছিল
কবি কনক প্রভা বকসী


ছিলো অতীত আবার বর্তমান হয়ে
ফিরে আসার সময় হয়েছে
শরৎ চলে যাচ্ছে..!!
হেমন্ত আসার সময় হয়ে যাচ্ছে।


চলে আসবে কিছুদিনের মধ্যে
গত বছর এসেছিল..!!
আবার অতীত হয়েছিলো
আবার ফিরে আসবে;
হয়ে যাবে বর্তমান ।


দিন ফিরে মাস ফিরে বছর ফিরে
ফিরে না কেবল জীবন
যে জীবন এক বছর আগে
চলে গেছে তাহা আর সামনে বছর
ফিরে আসে না।


হয় জীবনের মৃত্যুবার্ষিকী
কেউ আর নতুন করে জীবিত হয় না
আবার কিছুদিন থেকে চলে যায় না
মৃত্যুর দিন শেষ বিদায় নিয়ে..!!
সবাইকে কাঁদিয়ে চলে গেছে ।


আর ফিরে না
কেবল তাহার স্মৃতিমাখা দিনগুলি
অনুভব করে...এটুকুই পর্যন্ত শেষ।


"শীত যায় গরম আসে
গরম যায় শীত আসে"
ঋতু কেবল ঘুরে ঘুরে আসে।।


রচনাকাল: ৩০-০৯-২০২০
সময়: রাত ০৯:২৫ মিনিট
দিনাজপুর।