অভিমান মনের
এক অজানা জেদ
মনে অনেক দুঃখ জমা করে
মনটা ভারি করে..!!
স্থির হয়ে মাথানিচু করে।


কি যেন ভাবছে..?
কি করবে..?
কোনটা করলে ভালো হয়
অনেক কথাই মনে দানা;
বাঁধতে শুরু করেছে।


ফলাফল কি হবে.?
নিজেও ভেবে উঠতে পারছে না
একবার ভাবছে..!!
অথৈ সমুদ্রে ঝাপ দিবে।


না হয় পৃথিবী থেকে সরে যাবে
বাবা-মাকে কাঁদাবে..!!
কি করবে এই মুহুর্তে
তাঁর মনের বেদনা।


কেউ কি বুঝতে পারবে?
যে তাঁকে সান্ত্বনা..!!
দিয়ে ভালো করবে
সে নিজেকে নিজের মত করে
সামলিয়ে রেখেছে।


কাউকে বুঝতে দিচ্ছে না
অভিমান এর ফলাফল
ভালো হয় না..!!
একটা দুঃখ জনক ঘটনা ঘটিয়ে
অভিমান ব্যক্তি বিদায় গ্রহণ করে।


ঘটে যাওয়ার পর
পরিবার বিমর্ষ হয়ে পড়ে
করিও না অভিমান..!!
হাসিখুশিতে কাটিয়ে দাও।।


তারিখ: ৩১-০১-২০২২
সময়: দুপুর ১:০০ টায়