মা পড়ে না পাদুকা তেমন
সারাদিন ব্যস্ত যেমন
একটি পাদুকা আছে তোলা
পড়ে তারে উৎসব দিনে।


ধুয়ে মুছে পরিষ্কার
থাকে সদাই বছর ভর
পাদুকার এমন আদর কেন?
পায়ের কভার পাদুকা।


থাকবে ঢাকা
খালি পায়ে হানতে পারে আঘাত
তাই পড়ে যায় পাদুকা
এই দুনিয়ায় অনেক রকম
সারি সারি কত পাদুকা।


অতীত দিনে ব্যবহার
অনেক ছিলো কম
জমিদার চাদর কাঁধে
হাতে পাদুকা ছাতা।


আর এনে ধুয়ে মুছে
সাজিয়ে রাখে বাসগৃহে
করো সবাই পাদুকা ব্যবহার
যত্নে রাখো চরণ দু'খানি।