পাখির ডাকে ঘুম ভাঙ্গে
কারো ডাকে ঘুম ভাঙ্গে না
পাখির ডাক মধুর
ভোর রাতে সুরের তালে।

জেগে উঠে ঘুমিয়ে থাকা মানুষ
গাছের ডালে পাতার ফাঁকে
বসে থাকে চুপটি করে।


চার দেয়ালে বাস করে না
ভোরের আলো দেখে তারা সদাই
ভোরের আলো ঘুম ভাঙ্গে।
সতেজ গলায় কিচিরমিচির।


শব্দ করে যেন তাঁরা
বসাইছে গানের আসর
ভাবছে ডালে বসে বসে
উড়বে কোথায় গিয়ে।


খেতে হবে পেটটি ভরে
খাবে তারা ক্ষেত খামারে
পাকা ক্ষেতে বসবে উড়ে
খাবে তারা পেটটা ভরে।


এদিক ওদিক উঁকি দেই
আসছে নাকি ক্ষেতের মালিক
ঢিল ঝুড়লে প্রাণটা যাবে
পালাই গিয়ে অন্য স্থানে
জীবন তাদের কাটে এমন
এসেছে তারা পাখি হয়ে।।


তারিখ: ২৩-০৮-২০২২
সময়: দুপুর ২:৩০ টায়
দিনাজপুর।