পার হচ্ছে
কবি কনক প্রভা বকসী


কঠিন দিন পার হচ্ছে
সুখ আসবে ফিরে
করোনাও চলে যাবে
আর কতদিন থাকে
গিলতে গিলতে গলা
পর্যন্ত উঠে এসেছে
আর রাখবে কোথায় নিয়ে।
নিজের গলায় বেঁধে
মৃত্যু হয়ে যাবে
সবকিছুই সীমা আছে
বেশি দৌরাত্ম ভালো না
সৎ পথে থেকে যাবে
দুঃখ হবে না।
কেন করোনা তোমার?
এত কিসের ক্ষোভ?
মানুষ তোমার কি করেছে?
উঠে লেগে আছো।।
এখন তবে ছেড়ে দাও
বিশ্বটা ঘোলাটে না করিও আর
পরিবেশটা দূষণ করে
আছো কয়েক মাস ধরে।
এখন ছেড়ে চলে যাও
মাটির নিচের ক্ষুদ্র কণায় কণায়।।