পেঁয়াজের কেন এত‌ ঝাঁজ..?
কবি কনক প্রভা বকসী


প্রতি বছর শেষের দিকে
পেঁয়াজের কেন এত ঝাঁজ উঠে..?
পেঁয়াজ একটি সবজি মসলা
এত কেন দাম..?


ক্রেতা যখন কিনতে যায়
চোখ দুটো তার কোথায় চলে যায়..?
চোখ ফেরায়ে কিনতে হয়
অল্প কিছু পেঁয়াজ।


স্বাদের পেঁয়াজ সবজিতে এতই করে স্বাদ
সবজি‌ রাঁধতে ইহার বিশেষ প্রয়োজন  
মাটিতে হয় পেঁয়াজের গাছ মাটির নিচে ধরে
ইহা একটি কৃষিপণ্য।


সযত্নে তৈরি করো
অধিক ফেলাও পেঁয়াজ দেশের ভিতরে
অন্য মুখে চেয়ে না থেকে...!!
নিজের চাহিদা নিজেই মিটাও ।


এটা নিয়ে বার বার পড়তে হয়
এতই বিড়ম্বনায়..!!
পেঁয়াজ মশলা রাঁধতে গেলে প্রথম প্রয়োজন হয়
অর্থ নিয়ে সংসারেতে গোলযোগ হয়ে থাকে;
এবার দেখি, পেঁয়াজের ঝাঁজে..!!
হবে অনেক বধুর সাথে কথা কাটাকাটি।


রচনা কাল: ১৭-০৯-২০২০
সময়: সকাল ৭:০০
দিনাজপুর