কবিতার নাম: পথশিশু
কবি কনক প্রভা বকসী


পথেই হাঁটা পথেই খাওয়া
পথে ঘুমান পথে পথেই সব
নাই তাদের অভিভাবক নাই
তাদের সঠিক ঠিকানা।
শিক্ষার আলো কে ছড়াবে
তাদের ভিতরে..
চারি দিকে ছুটে বেড়ায়
খুঁজে খুঁজে জোগাড় করে
মুখের আহার সামগ্রী।
কোথায় তাদের ভাগ্যে জুটে
সেটাই তাদের বিরাট আর্শীবাদ।
রেল প্ল্যাটফর্ম খোলা আকাশ
গাছের তলায় রাত্রিকালে
ঘুমিয়ে থাকে তারা।
ভোর না হইতে আবার ছুটে
শহর-বন্দর দিয়ে
কবে হবে বিরাম তাদের।
এগিয়ে আসবে কে?
কোন কালেতে মুক্তি হবে
আবার গড়বে নতুন জীবন
সৃষ্টির কাছে চাই যেন
তাদের আবার নিয়ে এসো
সুন্দর জীবন জগতে।।