প্রকৃতিই সব করে
কবি কনক প্রভা বকসী


মাসে মাসে পরিবর্তন প্রকৃতি করে থাকে
শীতকালে শীত আনে মানবজীব কাঁপে
থরো থরো শীত বন্ধ আসে গরমকাল
গরমে‌ ঘামে ত্রাহি ত্রাহি ভাব।।


গরম যায় বর্ষা আসে ভিজায় সর্ব দেহখানি
ধুয়ে মুছে ঘরে ওঠে জীবন ফিরে পায়
বর্ষা গেল শরৎ এলো আকাশে থাকে
একটু একটু মেঘের আনাগোনা।।


শরৎ গেলো আবার এলো
হেমন্ত ঋতুটি আমন ধানের ক্ষেত থেকে
একটু একটু হিমেল বাতাস বও
হেমন্ত গেলো আবার এলো মজার বসন্ত
দেহের উপর কোন প্রভাব নাই
বলে বসন্ত তুমি মোদের আয়ুকাল
জুড়ে থেকে যাও।।


তোমার মত সুন্দর ঋতু কোথায় মোরাপাই
যেতে নাহি দিব তবু চলে যাবে
বলবো মোরা ভাববো মোরা
চলে গেলে অপার করুণা বসন্ত ঋতুটি।।


ঋতুর রাজা বসে আছে আকাশের কোণে
ক্ষণে ক্ষণে বদলায় পাঠায় দেয়
এটাই তার কাজ
দেখতে পেলে বলতো সবাই।।


বসন্তকে রেখে দাও অনন্তকাল ধরে
থাকবে বসন্ত যাবে দিন ভাবনা নাহি আর।