ভোর হলো সূর্য উঠলো
খোকা কোথায় যাবে তুমি..?
স্কুলেতে যাবো আমি
দেরি নাহি আর।


আজ যেও না স্কুলেতে
খোকা আমার কথা শোনো,
সাত সমুদ্রে অনেক নাকি
পূণ্য পাওয়া যায়।


কয়েক তরী পূণ্য তুমি
আমায় এনে দাও..!!
পিতা তোমার চাকরিতে
থাকে বছর ভর।


পূণ্য এনে আমায় দিবে কে..?
এই পূণ্য ধরা নাহি
দেখা নাহি যায়,
কেমন করে আমি তাহা..?
এনে দিবো তাই।


শিক্ষাগুরু বলে দিছেন
মোদের স্কুলেতে,
জীব সেবার মধ্যে..!!
তোমরা পূণ্য খুঁজে পাবে
সপ্ততরী পূণ্য নিয়ে।


যাবো পরপারে,
পূণ্য বিকায় খেয়ে যাবো
অনন্ত কাল ধরে।।


রচনা কাল: ১৯-০৯-২০১৮
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর।