আজ রাস পূর্ণিমা
এই পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ
রাসলীলা করেছিলেন..!!
প্রতি এক বছর পর,
রাস পূজা হয়ে থাকে।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় একটি উৎসব
১২ বছর বয়স থেকে শ্রীকৃষ্ণ
রাসলীলা করে এসেছেন।
বৃন্দাবনে রাধা সহ অষ্টসখী সাথে
নিয়ে খুব আনন্দে মেতে ছিলেন,
এই রাস নীলায়।
অষ্টসখী অলকা,বিশাখা,ললিতা
দেশের সবখানেই এই রাস পূজা হয়ে থাকে
আবার রাসের মেলা হয়ে থাকে।
ভক্তরা দলে দলে মেলায়..!!
উপস্থিত হয়ে নানা ধরনের,
খেলনা পুতুল আরও হরেক রকম;
পছন্দের সামগ্রী কিনে থাকেন।
রাস পূর্ণিমা মহা ধুমধামের মধ্য দিয়ে,
পালিত হয়ে থাকে।।


রচনাকাল: ২৮-১১-২০২০
সময়: সন্ধ্যা ৬:৫৩ টায়
দিনাজপুর।