বেগম রোকেয়া একজন নারী
জাগরণের অগ্রদূত
তাঁকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে
নানা কর্মসূচি।


প্রতিবছর রোকেয়া দিবসে
নারীদেরকে পদক দেওয়া হয়
তিনি একজন বিদ্বান বিদুষী মহীয়সী নারী
শিক্ষার প্রতি অক্লান্ত পরিশ্রম করেছেন।


নারী শিক্ষার প্রতি
তিনি এগিয়ে এসেছেন
স্বামীর নামের সাথে সাখাওয়াত
মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন।


পরবর্তীতে স্কুল এর উন্নতি হতে থাকে
দেশে তাঁর নামে অনেক শিক্ষা
প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে;
তাঁকে অনেক শ্রদ্ধা জানায়,
তাঁহার যশ-খ্যাতি জনম জনম
বাংলার বুকে অক্ষত অবস্থায় থাকবে।।


রচনা কাল:১০-১২-২০২০
সময়: রাত্রি ১০:৩০ টায়
দিনাজপুর।