রূপালী ইলিশ (বাংলার গর্ব)
কবি কনক প্রভা বকসী


ইলিশ বাংলাদেশের একটি মৎস্য সম্পদ
যা বর্তমানে সোনার দামে বিক্রি হয়
তাই নামটা তাঁর সোনালী‌ ইলিশ
ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম বাংলাদেশ।


বিশ্বে যত সাগর মহাসাগর আছে
তার মধ্যে বাংলাদেশে শতকরা ৮৬ ভাগ
ইলিশ মাছ ধরা পড়ে..!!
ইলিশ মৌসুমে প্রায় ৫০ লাখ মানুষের;
জীবিকার পথ খুঁজে পায়।


ইলিশ খেতে খুব সুস্বাদু
সব ক্রেতার নাগালের বাহিরে
ধনী মধ্যবিত্ত ছাড়া ক্রয় ক্ষমতা
সাধারণের নাই তাই ইলিশের প্রজনন
যেন বাড়তেই থাকে।


বাংলাদেশ‌ যেন ইলিশ মাছে ভরে ওঠে
সাধারণ মানুষ যেন ইলিশ ক্রয় করতে পারে
একদিনের জন্য হলেও মন ভরে
এই চকচকে ইলিশ খেতে পারে।


কেবল খবরে দেখে ঝাঁকে ঝাঁকে
ইলিশ ধর পড়ছে
হাট বাজারে বিক্রয় হতে দেখে
আর্থিক সংকটে যারা আছে।


তারা আর কেনার আশা করতে পারে না
সৃষ্টি যখন দুহাত ভরে অর্থ দিবে
তখন ঠিকই কিনবে..!!
খাবেও মন ভরে;
কার কখন ভাগ্য ফিরে,
কেউ জানে না।


রচনা কাল:২১-০৯-২০২০
সময়: রাত ৮ টা
দিনাজপুর