স্বাধীনতা দিবস মুক্ত দিবস
১৯৭১ সালের ২৬ শে মার্চ
শত্রুর হাত থেকে মুক্ত হয়েছে
বাঙালি জাতি স্বাধীন পেয়েছে
স্বাধীন করতে পেরে গর্ববোধ করছে।


বুক ফুলিয়ে শির উঁচু করে
সামনের দিকে এগিয়ে যাচ্ছে
আর শত্রুর হানা নাই
মুক্ত বাতাস ফুল ফল,
নানা বর্ণে দেশটা ভরে গেছে।


সবার মুখে হাসি ফুটেছে
বাঙালি প্রাণ ফিরে পেয়েছে
রাত্রিতে আরামে ঘুমাতে পারে
আর কানে বিকট শব্দের!
আওয়াজ আসে না।


বাঙালি হারতে চায়নি
শত কোটি প্রাণের বিনিময়ে
এই স্বাধীনতার ফসল।।


তারিখ: ১২-০৩-২০২২
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর।