শেষ বিদায়
কবি কনক প্রভা বকসী


রাশি রাশি অশ্রুজলের মধ্যে
মৃত্যু বিদায় হয়
স্বজনের মৃত্যু হয়
স্মৃতি কথা মনে উঠে
চোখের জল আর
ধরে রাখতে পারে না।।
আষাঢ়ের বৃষ্টির মতো অশ্রু ঝড়ে
হায়... মৃত্যু দেখা এক করুণ দৃশ্য
একটু আগেই প্রাণ ছিল
মনের ভাব প্রকাশ করছে
আর নাই...!!!
হলো মৃত্যু..
ঝড় থামবে মৃত্যু থামবে না
মৃত্যুর রাজা সৃষ্টির কাছে
বর চেয়ে নিয়েছে।।
সে সবসময় মৃত্যু তৈরি করতে থাকবে
বিরাম নাই...!!
রাতদিন সকল সময় সেকেন্ডে সেকেন্ডে
মিনিটে মিনিটে ঘন্টার পর ঘন্টা
মৃত্যু পিছে দৌড়াতে থাকে
কখনো মৃত্যুর রাজা অসুস্থ হয়নি
সে চলন্তিকা।।