প্রকৃতি তুমি এতই দিয়েছো
যার শেষ নেই
মাটির পড়তে পড়তে
হইয়া আছে কত শস্য বৃক্ষ
আরো কতকিছু।


নিচ্ছে ঘরে তুলে
খাচ্ছে মানুষ জীব
তাও কি বলে
পেয়েছি অনেক।

মুখটা থাকে বেজার করে
বলে বেশি পাইনি
সামান্যই দিয়ে কি হয়
বলেনা দিয়েছে ঢেলে ঢেলে।


খাচ্ছি প্রাণ ভরে
দাও দিয়ে যাও
নেবো মোরা ভরে ভরে
খেয়ে যাবো দিব না কিছু,
কেমন নিতেই এসেছি।।


রচনা কাল: ১৩-০৯-২০২১
সময়: বিকেল ৪:০০ টায়।