শিশিরে ভেজা দিনটি
যেন ভাল লাগে না
থাকবে শিশির কয়টা দিন
চলে যাবে নীলাকাশে।


থাকবে সে যে চুপ হয়ে
নিজে আসে নিজে যায়
তাঁহার বিরোধিতা করে কি.?
কোন লাভ আছে।


যে যা পারে যার মতো
চলে ফিরে কারো সঙ্গী হয়ে
কখনো থাকে না
শিশির যদি না ঝরে,
শিশির নাম বিলুপ্ত হবে।


শিশির করে বহু কাজ
অনেক সময় বৃষ্টির অভাব
পূরণ করে থাকে,
বেজার হওয়ার কিছুই নাই
তাই সবে ঝরতে দাও
ভোরের শিশির গুলি।।


রচনা কাল: ১০-১২-২০২০
সময়: সকাল ১০:২০ টায়
দিনাজপুর।