দেশের আমের বাগান গুলি
শোভা ছড়াচ্ছে..!!
বসন্তের ফাল্গুনে গাছে গাছে
মুকুলে ভরে গেছে।


বৃক্ষের যেন এক অপরূপ
রূপ সৃষ্টি হয়েছে..!!
মুকুল ধরাতে গাছে গাছে
ফল ধরবে।


খাবে মানুষ মন ভরে
জ্যৈষ্ঠের সুমিষ্ট পাকা আম,
জ্যৈষ্ঠতে আম পাকে;
ভাদ্রতে পাকে তাল।


ফল জন্ম হওয়ার আলাদা আলাদা
মাস নির্ণয় করা থাকে,
এক এক মাসে এক এক রকম
ফল উৎপন্ন হয়ে থাকে।।


রচনা কাল: ০৫-০৩-২০২১
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর