শরতের মিছা মেঘ
কবি কনক প্রভা বকসী


শরতের মিছা মেঘ আর
নীল আকাশে নেই...
শরৎ যেন বর্ষা ঋতুর রূপ নিয়েছে
আষাঢ়‌ কে হার মানিয়ে দিচ্ছে।


ক্ষণে ক্ষণে কেবল ঝড়ছে অবিরাম বৃষ্টি
দুনিয়াটা প্লাবিত হয়ে,
ডুবে যাচ্ছে ফসলের মাঠ
বাড়িঘর নদীর ভাঙ্গনে;
নদীগর্ভে চলে যাচ্ছে।


আরো‌ যায় উপসনালয় শিক্ষাপ্রতিষ্ঠান
ঋতু বদলে যাচ্ছে..!!
প্রকৃতি নিজের খুশি মতো
যা করার তাই করে।


শরৎ আকাশে আর
মিছা মেঘ দেখাতে চায় না
শরৎ দেখাবে আকাশ ভরা তারা
ভোরে দেখাবে শিশিরে শিশিরে
ভরে গেছে গোটা পৃথিবীটা।


সেটা আজ আর নাই
শরতের ক্ষোভ..!!
আমি একটু বর্ষা দেখাতে চাই।।


রচনা কাল: ২৩-০৯-২০২০
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর।