শুভ মহালয়া
কবি কনক প্রভা বকসী


উমার মর্তধামে আসার আগাম বার্তা
শারদীয় দুর্গাপূজার আগেই,
এই মহালয়া হয়ে থাকে;
সব মন্দিরে মন্দিরে ভক্তদের পদচারণায়
মন্দির অঙ্গন মুখরিত হয়ে থাকে।


সবাই আশ্বাস পেলো
দেবী তাহলে কৈলাস থেকে,
বাপের বাড়ি আসার জন্য রওনা দিচ্ছেন;
৫ম কার্তিক বাইশে অক্টোবর দেবীর ঘটে আগমন।


থাকবেন পাঁচ দিন
চলে যাবেন আবার শ্বশুরবাড়ি,
এক বছরের জন্য..!!
সবার সাথে দেখা করতে আসেন।


পৃথিবীর যত কিছু বিপদ থেকে
রক্ষা করে থাকেন,
যেমন দশ হাত দিয়ে..!!
বিভিন্ন অস্ত্র দিয়ে অসুরকে বধ করেছেন।


দুর্গতিনাশ করেন নাম তার দুর্গতিনাশিনী
আসবেন দেবী দোলায় যাবেন দেবী গজে
আসার সময় হাসবে যাবার সময় কাঁদবে
নিজেই যাবেন বিসর্জনে।


দেবীর চরণে নমস্কার
বছর বছর ঘুরে ঘুরে
দেবীর দেখা যেন পাই।


সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা।


রচনা কাল: ১৭-০৯-২০২০
সময়: রাত্রি ৯:৪০