কবিতার নাম: সবুজের কান্না
কবি কনক প্রভা বকসী


সবুজ ঘেরা মাঠে আর কে আসবে?
যারা দেখতে আসতো তারা চলে যাচ্ছে
এই মায়াবী পৃথিবী ছেড়ে
বাঁচতে দিচ্ছে না
আমাদের মনোমুগ্ধ দৃশ্য কে আকঁবে?
অঙ্কণ খাতায় কে উঠাবে?
লেখা থাকবে মনোমোহিনী ওই মাঠের
সবুজ ঘেরা মাঠটি
আমরা বাঁচতে পারবো না
আমরাও মরে যাবো
আমাদের সৌন্দৰ্য যারা তৈরী করে
তারা যদি পৃথিবীতে না থাকে
সবুজ ঘেরা মাঠ তৈরী হবে না
শেওলা লতাপাতা নিয়ে জড়িয়ে মরতে হবে
সৃষ্টির আদেশে বসুমতি হয়ে ভালোই ছিলাম
এখন কেন মরণের পালা চলে এলো