কবিতার নাম: স্বজনের অন্তরবিলাপ
কবি কনক প্রভা বকসী


করোনা কাঁদতে দেয় না
এমন এক প্রাণঘাতী
জীবন কেড়ে নেয়
পাশে যে থাকে তাকেও নিয়ে নেয়
স্বজন প্রাণ হারালো
তার স্বজন দুঃখ প্রকাশ
করা বা শেষ শেষকির্তের
কোনো কাজ করতে পারে না
সে নিজে আত্মগোপনে চলে যায়
উনিও তো বাঁচবেন না
চোখের সামনে নিথর দেহটা দেখতে পায় না
কি করুন দৃশ্য
যা করোনা তৈরী করেছে
পাথরের চেয়ে শক্ত
অগ্নির চেয়ে তাপিত
বারির চেয়ে ভাসন্ত
বাতাসের চেয়ে দ্রুত
বৃষ্টির চেয়ে মশালধার
সূর্যের চেয়ে ক্ষুরধার
কোরোনার মৃত্যু নিষ্ঠূর মৃত্যু
যার কোনো আশীর্বাদ নেই
মৃত্যুটা তা কোথায় যাবে
স্বর্গে নাকি দেবলোকে
বলার কেউ নাই