সমাদর হারিয়ে যাচ্ছে
কবি কনক প্রভা বকসী


গেলাম নিকট আত্মীয়ের বাড়িতে
দরজা ধাক্কা দিতে...
গৃহকর্তা এসে দরজা খুলে..!!
মুখটা ফ্যাকাসে করে দাঁড়িয়ে আছে।


ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না
মনে হয়, বাড়ির অন্দরমহলে...
ভিতরে প্রবেশ করাবে না;
ধারনা করছে, যদি ভিতরে নিয়ে যায়..!!
তাহলে তারা মহামারীতে আক্রান্ত হবে।


দাঁড়িয়ে থেকে চলে এসে..
বাড়ি অভিমুখে রওনা দেই
সেই আট ঘণ্টার পথ..!!
আজ আমরা কোথায় চলে গেছি।


সব হারিয়ে দিচ্ছি
কোনো কিছু ধরে...
রাখার চেষ্টা করি না..!!
থাক সবাই, যে যার মত;
যার কপালে যা আছে,
তাই হবে কেবল ঈশ্বর ভরসা।।


রচনা কাল: ২৯-০৮-২০২০
সময়: রাত্রি ১:০০
দিনাজপুর।