সোনার বাংলার চলনবিল
কবি কনক প্রভা বকসী


বিখ্যাত একটি বিলের নাম চলনবিল
আত্রাই সিরাজগঞ্জ ও নাটোর জায়গা জুড়ে অবস্থান
বর্ষাকালে ভরে সাগরে পরিণত হয়
খরা মৌসুমে নানা জাতের ধান শস্য আবাদ হয়।


বর্ষায় ভরে সাগরে পরিণত হলেও
বিলের অনেকগুণ
মাছ ও শস্য ভান্ডার নামে পরিচিত
প্রবাদ আছে বিল দেখতে যাও চলন
গ্রাম দেখতে যাও কলম।


বর্ষা মৌসুমে বিলে ভ্রমণ করতে আসে
ঘাটে নৌকা ভাড়া পাওয়া যায়
হিমেল হাওয়া সাগরের মত উত্তাল ঢেউ
যেন কোথায় নিয়ে চলে যাবে।


তার ঠিকানা নাই
এই বিলে উচ্চস্থানে লোক বসতি আছে
চারিদিকে অথৈ জল ও উচু‌ দ্বীপের উপর
বাড়িগুলি দাঁড়িয়ে আছে ।


নৌকায় তাদের যাতায়াত
কোন রাস্তাঘাট নাই
ফসল ও সোনালী মাছ,
তাদের জীবন ভরিয়ে রাখে।


বিলের মাছ দেশের সবখানে রপ্তানি হয়
বিলে মাছের প্রজনন কেন্দ্র গড়ে উঠেছে
খুব সুস্বাদু বিলের মাছ বড় বড় রুই কাতলা
প্রতিবছর বর্ষার মৌসুমে দূর-দূরান্ত থেকে
এই বিলের মনোরম সৌন্দর্য দেখতে
বহু দর্শনার্থী ভিড় জমায়।


যে যার মত নৌকা ভাড়া করে
প্রাকৃতিক শোভা উপভোগ করে
চলনবিল কখনো বিলুপ্ত হবে না
যার কারণে নাম তার চলনবিল।


চলতেই থাকবে সবার সাথেই থাকবে
বিলের প্রতি সবার দৃষ্টি আকর্ষন থেকে যাবে
চিরকালের জন্য।


রচনা কাল: ১৫-০৯-২০২০
সময়: সন্ধ্যা ‌৬:১৫
দিনাজপুর।