স্বর্গ কোথায় নরক কোথায়..?
কবি কনক প্রভা বকসী


স্বর্গ নরক এখানেই
সবাই ভেবে আছে
মৃত্যুর পর স্বর্গ-নরক দেখতে পাবে
কেউ তো পরপার থেকে ফেরত আসে না।


তারা এসে বলে না
ওখানে স্বর্গ-নরক আছে
এখানেই দেখতে পাওয়া যায়
পৃথিবীতে এসে যে অতি সুখে
দুই বেলা খেয়ে সুস্থ শরীরে বেঁচে আছে।


একটু করে দানের হাত বাড়িয়ে দেয়
এটাই স্বর্গ..!!
নরকে দুঃখের সীমা নাই
পেটে কোন আহার থাকে না।


জরাব্যাধি সর্বদা ঘিরে থাকে
না আছে বাসস্থান
জীবনের জন্য বেহাল দশা
এটাই নরক..!!
স্বর্গ নরক খুঁজতে যেতে হয় না।


বাড়িতে বসেই দেখা যায়
লোকেদের সর্বদা ভাবনা
সেখানে গেলে দুই জিনিস দেখতে পাবে
এখানেই দেখাবে।


সর্বদা দেখছে..
বুঝেনা বুঝে পরজগতে
স্বর্গ-নরক আছে।।


রচনা কাল: ২৫-০৯-২০২০
সময়: রাত ১১:০০ মিনিট