শ্রাবণ মাস
কবি কনক প্রভা বকসী


আষাঢ় গেল শ্রাবণ এলো
বারো মাসের একটি মাস
নাম তার শ্রাবণ..!!
মাস দুইটি বর্ষা নামে খ্যাত।।


আষাঢ় কে সরিয়ে দিয়ে
শ্রাবণ আসে অনেক কৌশল করে
বলে তুমি চলে যাও..!!
এখন আমি বর্ষা ঢালী।।


শ্রাবণ ধারা বইতে থাকে অবিরত
বিরামহীন সারাদিন ঝরঝর
ঝরতে থাকে বৃষ্টির ধারা..!!
আষাঢ়তে নদী ভরে এত ভরে না।।


শ্রাবনেতে দুই কুল টলমল
সব যে করে একাকার
নদীর জল আশ্রয় নেই ঘরের দুয়ারে
গায়ের বধু তৃপ্তি রানীর ইচ্ছা হয় নাওর করিতে।।


বলে আম গেলো কাঁঠাল গেলো
এবার খাবো তালের পিঠা
নিয়ে আমায় চলো বাপের বাড়িতে
ভাদ্র মাসে ফিরে আসব শ্বশুরবাড়িতে।।


গেলো বধু বাপের বাড়ি
খেয়েও এলো তাল
মুখটি ভরে পড়শীর কাছে বলে অনেক কাহিনী
নৌকায় চড়ে বাবার বাড়ি যেতে।।


অনেক মজা লেগেছে,পরের বছর শ্রাবণ মাসে
আবার যেন যেতে পারি,রাঘবপুরে বাবার বাড়িতে
শ্রাবণ নিয়ে গান লিখেছেন...
কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর...!!


শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের 'পরে, বুকের 'পরে ॥