শিউলি ফুল
কবি কনক প্রভা বকসী


অনেক ফুলের একটি ফুল
তার নাম শিউলি ফুল
শীতকালে এই ফুল গাছে থাকে
মাত্র তিন চার মাস ধরে।।


সন্ধ্যায় ফুটতে শুরু করে
ভোর থেকে আবার ঝরতে শুরু করে
খুব সুগন্ধি ফুল হালকা শীতে
জানালা দিয়ে শিউলি ফুলের সুবাসে
ঘর মোহিত হয়ে যায়।।


মনে হয় এই শিউলি যদি
সারাবছর সুভাষ দিয়ে যেতো
তাহলে সবাই মনমোহনী হয়ে থাকতো
শিউলি ফুল ও নিজেকে ধরে রাখতে পারে না ।।


তাকেও ঝরে যেতে হয়
অন্য ফুল অনেক দিন ফুল গাছে ফুটে থাকে
শিউলি ফুলের বেলায় এই দশা


ঝরা ফুল ঝরে যায়
রয় শুধু বোঁটা
মানুষ চলে যায় রয় শুধু কথা
মানুষ আজ শিউলির মত ঝরে যাচ্ছে।।


আর স্থায়ী হয়ে বেশিদিন থাকতে পারছে না
এত তাড়াতাড়ি ঝরতো না
শিউলি চার মাস ঝরে
মানুষের ঝরা স্থায়ী হচ্ছে
চিন্তায় সবাই দিশাহারা।।