সুখ কুঁড়াতে যায়
কবি কনক প্রভা বকসী


সুখ কি কুড়িয়ে পাওয়া যাবে..?
মহামায়ার সংসারে অভাব লেগেই আছে
সুখের মুখ কোনদিনই দেখতে পায় না
মনে ফন্দি আঁটলেন।

সুদূর পথ বেয়ে বেয়ে যাবেন
যেথায় সুখ পাবেন ধরে আনবেন
দীর্ঘ পথ অতিক্রম করে চলেছেন
হাঁটতে হাঁটতে ক্লান্তি এসে যাচ্ছে।


কোথায় বসে মনটা‌ জুড়াবেন
বিপদে পড়লেন..!!
হাঁটার শক্তি হারিয়ে যাচ্ছে
বাড়ি ফিরবেন কি করে.?
সুখ তো খুঁজে পাচ্ছেন না।


খালি হাতে যাবেন কি করে..?
সুখ নিয়ে যেতেই হবে
ভাবনায় পড়লেন,
একটু দাঁড়ালেন,দেখলেন এক জেলে
রাস্তার ধারে বিরাট জলাশয়ে মাছ শিকার করছে।


জেলে বললো আপনি একা
একা কোথায় যাচ্ছেন..?
সুখ খুঁজতে খুঁজতে..!!
সুদূর পথ অতিক্রম করে।


এত দূরে চলে এসেছি
সুখ খুঁজে পাওয়া যায় না
আমি যেমন মাছ শিকার করে..!!
বিক্রি করে যা হবে।


ওই দিয়ে দিন পার করি
বাপ-দাদারা করে গেছে
ভাগ্য ফিরেনি সন্তানের জন্য..!!
বাপ দাদারা কিছু করে যেতে পারেনি।


ধন সম্পদ ভাগ্যে থাকা লাগে
নাম কি তোমার..?
মহামায়া বাড়িতে ফিরে যাও
যা আছে তাই থাকো।


কপালে থাকলে হবে,
মাছ কয়টি নিয়ে ফিরে যাও
সবাই বলবে তা ভালই পেয়েছে
চকচকে সোনালি মাছ নিয়ে..!!
বাড়িতে এসেছে।


এটাই একটা সুখ,
খাবে সন্তান নিয়ে
অন্তরটা একটু শান্তি পাবে
সুখ কোন রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়না।


গাছে ধরে না,
দেবতারা ধন সম্পদ দিলেও সুখ হয়না
সুস্থ সবল দেহ...!!
দেহের কোন অঙ্গ বিকল‌...
না থাকলে সেটাই সুখ।


রচনা কাল: ১৯-০৯-২০২০
সময়: দুপুর ১২:৪৫
দিনাজপুর।