বসতবাড়ি কিছুই নাই
নাই কোনো রুজি-রোজগার
আপন জনের কোন হদিস নেই
নিজে একা একা ঘুরে বেড়ায়।


কোথায় গিয়ে হাত পাতলেই..?
দয়ালু ব্যক্তির কাছে যা পায়
তাই দিয়ে পেটের খোরাক জোগাড় করে
যেখানে একটু আশ্রয়ের জায়গা পায়
সেখানেই ঘুমায়।


নাই কোন ঠিকানা,
বয়স হয়ে যায়;
একটা সময় অনেক বেশি
তখন চলাফেরা কমে যে।


এক স্থানে বসে হাত পেতে
যা পায় তাই দিয়ে জীবনযাপন করে
তারপর আসে মৃত্যুর ডাক;
এভাবে ভবঘুরে জীবনের অবসান ঘটে।।


রচনা কাল: ২৪-১১-২০২০
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর।