আমাদের ছোট গ্রাম,
ছোট ছোট ঘর ।


ছন দিয়ে ছাওয়া,
লতায় পাতায় বর ।


গ্রামের দক্ষিণ পাশ দিয়া,
বয় নেলা জল ।


কাত্তিক মাসে তার,
হাঁটু জল রয় ।


পাড়ার সকল ছেলে,
ধরে মাছ ।


বাঁধ দিয়া সেচে খাল,
মরে ওঠে নেলা ।


পাড় বেয়ে হাক দেয়,
শিয়ালের ডাক ।


দুই ধারে উচু তার,
কাশ ফুলের বন ।


ঝির ঝির ঝড়ে পরে,
শিশির পরশ ।


সকল প্রতিবেশী,
মোরা ভাই ভাই ।


অর্থের গুনবাহি ছন বাঁধে,
কাঁধ বাহে হাল ।


ভোর বেলায় ডিঙ্গা বাঁধে,
পার হয় নেলা ।


সাপ্তাহিক বন্ধন আসিয়াছে,
দেওয়া চাই স্কন্ধ মুদ্রা ।


অর্থের গৃহিণী,
চোখ পাঁচড়াই ।


কেমন করে দেবে মুদ্রা,
তারা ধান যে খায় ।।


দূরের ঐ মাঠ পানে,
চেয়ে থাকে বুড়ি ।


বংশী বদন বাজায় বাঁশি,
রাখালের দল ।


সন্ধ্যা গড়িয়ে এল,
ঘরে ফেরে চাষী ।


সপে বুড়ি পার দেয়,
আতপ চালের গুরি ।


ঢেঁকিতে ভাঙ্গে ধান,
ঘরে ঘরে তাই আজ নবান ।।


ছন>খড়,বিচুলি
স্কন্ধ>কিস্তি
বর>শ্রেষ্ঠ


রচনাকাল -01/12/20
09:00 pm