কারোর আছে জমিদারি,
কারোর আছে সুবেদারী
   কেউ বা প্রফেসর,
   কেউ বা প্রমোটার
    সকলের ভয়
       আপিল ।
    পুলিশ নটবর
   সালাম ঠোকেন
   অপরাধের সাজে ।
জনতার ন্যায় বিচার
মোটেও নয় সোজা
অর্থের লোভে পড়ে
    কাঁদে সমাজ ।
কোট পড়া বাবুদের
   জুড়ি মেলা ভার,
মাকে তোলে কাঠ গড়ায়
   মাতৃভাষার বসে ।
তবুও যে সত্য উৎঘাটন
   করতে হবে যশে
মহামান্য বিচারপতি
      আজ্ঞা চাই
আমার প্রথম সাক্ষী
       আপিল ।।


রচনাকাল -20/10/20
9:00 pm