বর্ষা
মিরাজ সেখ


আকাশে গর্জায়;
ঘন বড় বর্ষা ।
তারি চারি টিপটিপ
চরণে পাদুকা ।
মাঠ ঘাট থৈ থৈ
জলের ঢেউ ।
পথ চলে নেয় পথিক
আগমন।
হারাধন হারিয়ে যায়
বাঁকা নদীর পাড় ।
কারো ভাঙ্গে, কারো বা গড়ে
হাহাকার ।
কেহ ভাবে আমি সুখে
কেহ ভাবে আমি দুঃখে ।
সবার সবকিছু
অতীত গেছে মুছে।।


রচনাকাল -12/08/15
সময়:10:30 pm