আমি একাকি চলেছি,
    ঐ  রাজপথে;
     নিশীথ নীরব
    পানায় পাথর
পবন দূত অগ্রবালে ।
     পথবাহি ঘাট
ফিরতে হবে নগর ।।


ধীর গতি বাহি চরণ
      নূপুর বাজে
মোর শব্দ কর্ণে ভাসে
ডাকিয়া আওয়াজ কোলে
জলহীন পথ, নাহি জানি
         পথঘাট;
গাছের পাতাটি কাঁপেনা আর
ডাকিতেছে শিয়াল ডাক
মোর হৃদয়ে চাহিয়া
  ভ্রমরে বেঁদেছে বাসা
  নগর পৌঁছালে প্রাণ,
     বাঁচিবে আসা ।।


পথ ফিরে চাহিয়া দেখি
সচল যন্ত্রাংশ লৌহমানব
বাঘিনীর মতন মাংসাশী
       ক্ষুধা নিবারণে,
      রাজপথে গমন ।


কোথায় লুকায়িত, কোথায় ঢাকি অঙ্গ,
         মোর বক্ষ খানি;
দূর হতে আসে বেদনার সুর
      টানিয়া টানিয়া খায়
          'কুসুম ভাতি' ।।


রচনাকাল -10/11/20
10:00 pm