শিকড়টা উপরে ফেল;
যেন মাথা তুলতে না পারে,
দেখবে যেন উচ্চ কণ্ঠে বলতে না পারে
রাজা ! তোর কাপড় কোথায় ?
বক্ষ পুড়ির ওই স্বপ্ন দেখা শিশুটি
কোনো নিষেধ মানেনা ।
প্রতিবাদী মঞ্চে যেন না গর্জায়
দমিয়ে দাও, কণ্ঠে ঢাল বিষ
নচেৎ বন্দী কর, কাটিয়া লও শির ।।


প্রাত: দ্বারে সকল প্রজার
যেন স্নায়বিক কম্পিত হয় বুক
দেখ আঁখি না মেলায়;
রাজার ঐ মুকুট ।
আদেশ যেই জন অবজ্ঞা করে;
রাজার মান
সাদা কাফনে মুড়িয়ে দাও
রক্তের লাজ ।।


রচনাকাল -7/12/20
8:00 am