ধনী কহ ; চাই চাই আহারে
কোথা গেলে যেথা পাব
অর্থের বাহারে ।
বস্ত্র আছে পরি, অর্থের প্রাচুর
কার আছে সাহস; বাহাদুরির
মারবে বাঘে চাবুক ।


গরীব কত্থক অভাগা
যুগায় না ভাত
নুন আনতে পান্তা ফুরায়
যদি একটু ফ্যান পায় ।


ইলিশ মাছের মুড়ো খোঁজে
সরষে বাঁটার ঝোল
ডারকি পুঁটি লাফায় হাড়ি
পাখনা বাঁটা রুই ।


চাই চাই আরো চাই
দশ আঙ্গুলে আংটি
দুনিয়াটা চাই হাতের মুঠাই
পাওয়া চাই, মন্ত্রীর কুরসি
এই জগতে হায় ! সেই বেশি চাই
আছে যার ভুরি ভুরি ।
মনে মনে ভাবিলাম মোরে ভগবান
রাখিবেনা মোহগর্তে;
একদিন পুড়ে যাবে সব মোহ, চিতায় ।।


রচনাকাল -09/01/2021
10:00pm